তিউনিসিয়ায় নৌকা ডুবে ৬৫ জনের মৃত্যু
১১ মে ২০১৯ ০৫:৩৮
ঢাকা: তিউনিসিয়ায় নৌকা ডুবিতে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, ভূমধ্যসাগরের উপকূলে ডুবে যাওয়া নৌকার সবাই ছিল অভিবাসী প্রত্যাশী। তাদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার পাওয়া এক অভিবাসীর বরাত দিয়ে শনিবার (১১ মে) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার নৌকাটি লিবিয়ার জুয়ারা থেকে ছেড়ে আসে।
ইউএনএইচসিআর আরও জানায়, তিউনিসিয়ার নৌবাহিনী অভিবাসীদের উদ্ধার করে উপকূলে নিয়ে এসেছে। সরকারের পক্ষ থেকে অনুমতি পেলে তাদের দেশের ভেতরে নেওয়া হবে। তবে একজন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নৌকাটি ডোবার বিষয়টি জানার পরপরই নৌবাহিনীর সদস্যরা মাছ ধরার একটি নৌকা নিয়ে অভিবাসীদের উদ্ধার করতে যায়। এ সময় তারা ১৬ জনকে জীবিত উদ্ধার করে।
সারাবাংলা/এটি