টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতার মৃত্যু
১১ মে ২০১৯ ২০:০৫
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা দুদু মিয়ার মৃত্যু হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
শনিবার (১১ মে) ভোররাতে টেকনাফ সদরের মহেশখালীয়াপাড়া মেরিনড্রাইভ বিচ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশীয় পাঁচটি অস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুদু মিয়া টেকনাফ সদরের নাজিরপাড়ার মৃত সোলতান আহাম্মদের পুত্র।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারী দুদু মিয়াকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী লুকিয়ে রাখা অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে যায় পুলিশ। এসময় আগে থেকেই উৎপেতে থাকা দুদু মিয়ার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তাদের ছোড়া গুলিতে এএসআই সনজিৎ ও নাজিম উদ্দিন এবং কনস্টেবল ইব্রাহিম আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা দুদু মিয়াকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/ওএম/এমআই