Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে আমের জন্য ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা


১২ মে ২০১৯ ০০:২২ | আপডেট: ১২ মে ২০১৯ ০০:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারয়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে ভগ্নিপতি আবুল হোসেনকে (৬০) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্ত্রীর বড় ভাই।

 শনিবার (১১ মে)  দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বন্দরের কলাগাছিয়া এলাকার মোস্তুফা মিয়ার সঙ্গে ভগ্নিপতি আবুল হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। শনিবার বিরোধপূর্ণ জমির আম গাছ থেকে আম পাড়তে যান আবুল হোসেন। এ সময় মোস্তফা ও তার ছেলে মোজাম্মেল হোসেন লোকজন নিয়ে আবুল হোসেনের ওপর হামলা চালায় এবং আবুল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল হোসেন।

বিজ্ঞাপন

 ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 সারাবাংলা/এমএইচ

কুপিয়ে হত্যা নারয়ণগঞ্জে