Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনার ব্যর্থতা রিয়ালের মৌসুম সফল করবে না: জিদান


১২ মে ২০১৯ ১০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তিন মৌসুম আর এক হাজার দিন চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিজেদের দখলে। তারপরেই রিয়াল মাদ্রিদের সাম্রাজ্যে ধস। আর চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা টানা চতুর্থবার ব্যর্থ চ্যাম্পিয়নস লিগে।

রিয়াল মাদ্রিদের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন কোচ জিনেদিন জিদান। আর সেই সাথে আরও যোগ করেছেন, ‘বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা রিয়াল মাদ্রিদের মৌসুমকে সফল করবে না।’

শেষ ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঁচিয়ে ধরেছিল কাতালানারা। এরপর কেটে গেছে চার বছর তবে ভাগ্যের পরিবর্তন ঘটেনি।

গেল মৌসুমে ৪-১ গোলে এগিয়ে থেকে রোমার কাছে ৩-০ গোলে হেরে কোয়ার্টার থেকে বিদায়। আর এবছর ৩-০ গোলে এগিয়ে থেকে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে সেমি ফাইনাল থেকে বিদায়।

বিজ্ঞাপন

আরও খারাপ মৌসুম যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। মৌসুমের অর্ধেকেই হারিয়ে বসেছে সম্ভাব্য সকল শিরোপা। বাকি মৌসুম তাই নিজেদের সম্মান বাঁচানোর লড়াই।

এক মৌসুমে দুই কোচকে বরখাস্ত করে পুনরায় নিয়োগ দিয়েছে জিনেদিন জিদানকে। আর ফিরে এসে নানান প্রশ্নের জবাব দিতে হচ্ছে জিজুকে।

লিভারপুলের কাছে বার্সেলোনার লজ্জাকর ৪-০ গোলের হার। আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়া নিয়ে প্রশ্ন করলে তার জবাব এভাবেই দিয়েছেন জিজু।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর