‘ভেজাল প্রতিরোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন’
১২ মে ২০১৯ ১২:৫৭
ঢাকা: খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোরতম শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ভেজাল প্রতিরোধে প্রয়োজনে যাবজ্জীবনসহ মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হবে। তবে কেবল আইন করলেই হবে না, সচেতনতাও বাড়াতে হবে। আর জনগণ সচেতন থাকলে এই আইনের প্রয়োজন হবে না।
রোববার (১২ মে) সচিবালয়ের ২ নম্বর গেটে নিরাপদ খাদ্য ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, খাদ্যে এখন আর আগের মতো ভেজাল নেই। ভেজাল দেওয়ার প্রবণতা অনেকটা কমে এসেছে। মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে। এর পাশাপাশি সারাবছর খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যে ভেজাল ভেজাল প্রতিরোধ