ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৩৭ বাংলাদেশির মৃত্যু
১২ মে ২০১৯ ১৩:৩৬
ঢাকা: অবৈধ পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় ৬০ জন অভিবাসীর একটি দল মারা গেছে। এর মধ্যে ৩৭ জনই বাংলাদেশি। রোববার (১২ মে) সকালে এ তথ্য জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ মিশন।
এর আগে, তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি শনিবার (১১ মে) এক বার্তায় জানায়, ওই দলে বাংলাদেশের ৫১ জনসহ একাধিক দেশের মোট ৭৫ জন অভিবাসী ছিল।
তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানিয়েছে, ভূমধ্যসাগরে নৌকা ডুবে যাওয়ার ওই ঘটনায় শনিবার তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে ১৪ জন বাংলাদেশি।
লিবিয়ার বাংলাদেশ মিশন জানিয়েছে, বাংলাদেশিদের উদ্ধার করতে মিশনের পক্ষ থেকে তিউনিসিয়া কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
সারাবাংলা/জেআইএল/টিআর