Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে জাবিতে ধর্মঘট


২৯ জানুয়ারি ২০১৮ ১২:৩৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ১৬:৩৩

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন অনুষদের ফটক বন্ধ করে ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিপীড়ন বিরোধী শিক্ষার্থী ও বাম নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ ধর্মঘট পালিত হয়। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মসূচি চলে।

সকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদগুলোর ফটক বন্ধ করে অবস্থান গ্রহণ করেন। ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

জোট নেতা মাসুক হেলাল অনিক বলেন, ‘আমরা সকালে বাস আটকানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছি। এরপর আমাদের নেতাকর্মীরা প্রত্যেক অনুষদে ও বিভাগে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদেরকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে আমাদের সঙ্গে ধর্মঘটে শামিল হতে আহ্বান জানায়। তারাও আহ্বানে সারা দিয়েছে। দু’একটি বিভাগে ছাড়া কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি।’

সমাজবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে দেখা যায় ক্লাসে প্রবেশ করতে না পারায় অনুষদের সামনে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, অধিকাংশ বিভাগে ক্লাস বন্ধ থাকলেও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে টিউটোরিয়াল, বিজনেস স্টাডিজের একটি বিভাগে মিডটার্ম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে টিউটোরিয়াল ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে ঢাবি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আন্দোলনে থাকা নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই ঘটনায় ১৭ জানুয়ারি নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা ঢাবি প্রক্টরকে অবরুদ্ধ করে। পরে ওইদিন বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে দাবি না মানায় পুনরায় আন্দোলন শুরু হয়।

বিজ্ঞাপন

গত ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। সেখানে পুনরায় হামলা চালায় ছাত্রলীগ। এসময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার বিভিন্ন ছবি। এরপর আজ (২৯ জানুয়ারি) ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। ধর্মঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:

ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি

রাবিতে ধর্মঘটে ছাত্রলীগ-ছাত্রজোট হাতাহাতি

ঢাবি প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করবে নিপীড়ন বিরোধীরা

শাবিপ্রবিতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

ঢাবিতে নিপীড়ন বিরোধীদের ধর্মঘট চলছে

https://youtu.be/lf8MsZ7AUCY

সারাবাংলা/টিএম/এনএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর