খালেদা জিয়ার উপদেষ্টা সালামের মুক্তিতে বাধা নেই
১২ মে ২০১৯ ১৪:৪৭
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামকে নাশকতার ছয় মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১২ মে) বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
পরে ব্যারিস্টার সাকিব মাহবুব সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা হয়। ৬ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের পর তিনি ২৮ এপ্রিল আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এ ছয় মামলায় রোববার হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।
ফলে আব্দুস সালামের জামিনে মুক্তি পেতে কোনো বাধা নেই বলেও জানান এই আইনজীবী।
সারাবাংলা/এজেডকে/এসএমএন