Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবিতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা


২৯ জানুয়ারি ২০১৮ ১৩:১১ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৬:৪২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে সারাদেশে ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। এ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্রজোট।

এসময় তারা বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগ কর্মীরা হঠাৎ দল বেঁধে এসে তাদের ব্যানার ছিনিয়ে নেয়। এসময় ছাত্রলীগের কর্মীরা এলোপাথাড়ি মারধর শুরু করলে প্রগতিশীল ছাত্রজোটের নেতা জয়দীপ দাশ, মুনির, নাইম ও আদিবসহ ৫ জন আহত হন। তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন নগর ছাত্রফ্রন্টের সেক্রেটারি রুবাইয়াত হোসেন।

এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সেখানে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তারা।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রক্টর জহিরউদ্দীন আহমেদ সারাবাংলাকে জানান,তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি

রাবিতে ধর্মঘটে ছাত্রলীগ-ছাত্রজোট হাতাহাতি

ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে জাবিতে ধর্মঘট

ঢাবি প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করবে নিপীড়ন বিরোধীরা

ঢাবিতে নিপীড়ন বিরোধীদের ধর্মঘট চলছে

https://youtu.be/lf8MsZ7AUCY

সারাবাংলা/টিএম/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর