Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে নিজেদের ‘প্রদেশ’ ঘোষণা করল আইএস


১৩ মে ২০১৯ ০৯:১৩

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ভারতে নিজেদের ‘প্রদেশ’ বা শাখা খোলার দাবি করেছে। আইএসের মুখপত্র হিসেবে  পরিচিত আমাক নিউজ এজেন্সি এই ঘোষণা দেয়। খবর রয়টার্সের।

আমাক-এর মাধ্যমে আইএস জানায়, ‘উইলায়াহ্‌ অফ হিন্দ’ নামে একটি শাখা খুলেছে সংগঠনটি। আরবি ভাষায় যার অর্থ হলো ‘ভারতীয় প্রদেশ’। এছাড়া, সাম্প্রতিক সময়ে কাশ্মিরে ভারতীয় সৈন্যদের ওপর হামলার ঘটনার দায়ও স্বীকার করেছে তারা।

ইরাক ও সিরিয়ায় কথিত ‘খেলাফতের’ পতনের পর দক্ষিণ এশিয়ায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছে আইএস। ইস্টার সানডে’তে শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলার দায় নেয় সংগঠনটি। এরপরই বাংলায় ইসলামিক স্টেট একটি বার্তাও প্রকাশ করেছিল। ইতোমধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে আসন্ন বুদ্ধপূর্ণিমার দিন এই অঞ্চলে আবারও আইএসের হামলার সম্ভাবনা রয়েছে।

অনলাইনে জঙ্গিবাদ পর্যালোচনাকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ডিরেক্টর রিটা কাৎজ বলেন, অস্থিতিশীল এই অঞ্চলে এধরনের তৎপরতা উড়িয়ে দেওয়া যায়না। তাদের কথিত খেলাফত সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে।

সারাবাংলা/এনএইচ

ইসলামিক স্টেট (আইএস) ভারত

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর