Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি উপস্থাপিকা মিনা ম্যাঙ্গাল হত্যা, সোচ্চার আফগানিস্তান


১৩ মে ২০১৯ ১১:১৫

আফগানিস্তানের সাবেক টিভি উপস্থাপিকা ও রাজনৈতিক উপদেষ্টা মিনা ম্যাঙ্গাল হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে আফগানিস্তান। শনিবার (১১ মে) আফগান পার্লামেন্টে যাওয়ার পথে তাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়। মিনা আফগান পার্লামেন্টের কালচারাল অ্যাফেয়ার্স কমিশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর বিবিসির।

সম্প্রতি মিনা ম্যাঙ্গাল ফেসবুকে জানিয়েছিলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সে সূত্র ধরেই হত্যা-রহস্য উন্মোচনের চেষ্টা করছে। এছাড়া পারিবারিক কোনো বিবাদ হত্যার কারণ কি না তাও ভেবে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এদিকে, আফগান চিফ এক্সিকিউটিভ আবদুল্লাহ আবদুল্লাহ মিনা ম্যাঙ্গালের হত্যাকারীদের বিচার করবেন বলে ওয়াদা করেছেন। দেশটির সুপ্রিম কোর্ট, নাগরিক সমাজ ও নারী অধিকার বিষয়ক সরকারি দফতরও মিনা ম্যাঙ্গাল হত্যায় নিন্দা জানিয়েছে।

আফগান নারী অধিকারকর্মী ওয়াজমা ফ্রজ বলেন, সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে দিন-দুপুরে একজন নারীকে হত্যা করা হয়েছে। কারণ কোনো এক পুরুষ তা চেয়েছে!

বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, আফগানিস্তানে লিঙ্গ-বৈষম্যের জের ধরে নারীরা দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন।

সারাবাংলা/ এনএইচ

আফগানিস্তান মিনা ম্যাঙ্গাল হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর