বাসের ধাক্কায় পাঠাও’র মোটরসাইকেল চালকের মৃত্যু, যাত্রী আহত
১৩ মে ২০১৯ ১৩:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাসচাপায় রাইড শেয়ারিং সেবা দানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’ এর এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। একই মোটরসাইকেলের যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ মে) সকাল ৯টার দিকে নগরীর পুরাতন বাকলিয়া থানার সামনে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোটরসাইকেল চালক মো. আজাদ (৩০) নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার আবদুস সোবহান সড়কের আবুল কাশেমের ছেলে।
আহত পাঠাও-এর যাত্রী মো. ইমরান একই এলাকার আবদুল করিমের ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী মার্শা পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন।
সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মার্শা পরিবহনের গাড়িটি আটক ককরা হয়েছে। এর চালককে ধরতে অভিযান চলে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
সারাবাংলা/আরডি/এসএমএন