Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ধর্মঘটে ছাত্রলীগ-ছাত্রজোট হাতাহাতি


২৯ জানুয়ারি ২০১৮ ১৪:১০

রাবি প্রতিনিধি

রাজশাহী: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের নিপীড়ন ও আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ধর্মঘট পালন করছেন প্রগতিশীল ছাত্রজোট।

সারাবাংলা প্রতিনিধি জানান, সোমবার সকালে ছাত্রজোটের নেতাকর্মীরা ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ক্যাম্পাস থেকে একটি বাস ছাড়লে ছাত্রজোটের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে জোটের নেতাকর্মী রাস্তায় বসে পড়ে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

তবে ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছে। আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে।

মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, সকালে বাস চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।ক্যাম্পাসে বাস চলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

ঢাবিতে নিপীড়ন বিরোধীদের ধর্মঘট চলছে

ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে জাবিতে ধর্মঘট

ঢাবি প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করবে নিপীড়ন বিরোধীরা

শাবিপ্রবিতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর