চট্টগ্রামে কিশোরী ধর্ষণের অপরাধে যাবজ্জীবন
১৩ মে ২০১৯ ১৮:১৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে সাড়ে চার বছর আগে এক কিশোরীকে ধর্ষণের অপরাধে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মে) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান খান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. ইলিয়াছের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে। তার বাবার নাম মো. নূর আহম্মদ। ঘটনার পর থেকেই ইলিয়াছ পলাতক।
ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তার সারাবাংলাকে জানান, ২০১৪ সালের ১৬ নভেম্বর দুপুরে মাঠে ছাগল চরাতে গেলে এক কিশোরীকে ধর্ষণ করে ইলিয়াছ। ২৪ নভেম্বর কিশোরীর চাচা বাদী হয়ে বাঁশখালী থানায় ইলিয়াছের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগপত্র দাখিলের পরে ২০১৬ সালের ১৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আনা অভিযোগ প্রমাণে ৭ জনকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ।
আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, বলেন জেসমিন আক্তার।
সারাবাংলা/আরডি/এটি