আন্দালিভ ২০ দলে ফিরবেন, প্রত্যাশা নজরুলের
১৩ মে ২০১৯ ২২:৪১
ঢাকা: সদ্য জোট ছেড়ে যাওয়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ফিরে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।
সোমবার (১৩ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘জোটের রাজানীতির ইতিহাস হলো- অনেকেই জোট থেকে বেরিয়ে যান, আবার ফিরে আসেন। আবার কেউ হয়তো আসেন না। বিজেপি একেবারে প্রথম থেকেই আমাদের সঙ্গে আছে। আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, লড়াই—সবই আমরা একসঙ্গে করেছি। কাজেই আমরা মনে করি যে, যিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, তাকে এখনো প্রবীণ নেতা বলা যায় না। কাজেই তিনি ভুল বুঝতে পারবেন এবং আবার আমাদের সঙ্গে কাজ করবেন বলে আশা করি।’
জাতীয় ঐক্যফ্রন্ট এখনো অটুট আছে?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট ঐক্য ফ্রন্টের জায়গায় আছে। ২০ দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত নিয়েই বিএনপি ঐক্যফ্রন্ট গঠনে উদ্যোগি হয়েছিল। কাজেই ঐক্যফ্রন্টের সঙ্গে ২০ দলের কোনো দ্বন্দ্ব নেই।’
কিন্তু ২০ দলীয় জোটের এক নেতা জাতীয় ঐক্যফ্রন্ট ছেড়ে আসার আলটিমেটাম দিয়েছে বিএনপিকে। নইলে তিনি ২০ দলীয় জোটে থাকবেন না। এ ব্যাপারে জোটের অবস্থান কী?— এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘২০ দলের যে কোনো একজন এমন কথা বললে সেটা প্রচার করার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেবেন। আমরা আপনাদের এনশিওর করছি আধা ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রচার না করার জন্য ওই ব্যক্তি আপনাদেরকে অনুরোধ করবেন।’
২০ দলের এই সমন্বয়ক আরও জানান, ধানের দাম কম হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর প্রতিবাদে খুব শিগগিরিই জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দলের উদ্যোগে মানববন্ধ আয়োজন করা হবে। দেশের বেকারত্বের সংখ্যা বাড়ছে। ২০ দল এতে উদ্বেগ প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় ক্রমবর্ধমান হারে নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, খুন, জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা- ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে যথা শিগগিরই জনস্বার্থ বিষয়ক কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে আজকের বৈঠকে। এ সব বিষয় ২০ দল জোটগতভাবে এবং শরিকরা নিজ নিজ উদ্যোগে কর্মসূচি গ্রহণ করবে।’
নজরুল ইসলাম খান জানান, ‘জোটের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য আরও বেশি বেশি যোগাযোগ রাখা এবং সভা করার সিদ্ধান্ত হয়েছে। সভায় ২০ দলের ঐক্য আরও শক্তিশালী করে দেশের গণতন্ত্র রক্ষায়রত আরও যেসব দল বা জোট আছে তাদের সঙ্গে একযোগে কর্মসূচি পালনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’
বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ২০ দল জোর দাবি জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘১৬ মাস ধরে মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা, বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক নিষ্ঠুরতার সব চেয়ে নিন্দনীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে সভা মত প্রকা করেছে এবং তার মুক্তির জন্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।’
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলমী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/এমআই
২০ দলীয় জোট আন্দালিভ রহমান পার্থ জাতীয় ঐক্যফ্রন্ট নজরুল ইসলাম খান