Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেনন-ইনুর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ


১৪ মে ২০১৯ ০২:৫৬

ঢাকা: বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি নালিশি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মে) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান এ মামলার আবেদন খারিজের আদেশ দেন।

নালিশি মামলা দায়ের এবং খারিজ করার বিষয়টি বাদীর আইনজীবী মাহবুবুল আলম দুলাল নিশ্চিত করেছেন। এদিন সকালে ঢাকা সিএমএম আদালতে ‘রহমতে আলম সাল্লেল্লাহ আলাইহে ওয়াছাল্লাম ইন্টারন্যাশনাল মাদরাসা’র প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান শরীয়তপুরী মামলার আবেদন করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়ায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য হযরত আহমদ শফী হুজুরকে ‘তেঁতুল হুজুর’ উল্লেখ করাসহ বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া তারা জাতীয় সংসদে কওমি শিক্ষাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা করে ইসলামী শিক্ষাকে মোল্লাতন্ত্র বলেছেন।

মামলার আবেদন ৪ জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছিল।

সারাবাংলা/এআই/এমও

আবেদন মামলা রাশেদ খান মেনন হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর