স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজধানী
১৪ মে ২০১৯ ০৫:০৭
ঢাকা: তাপপ্রবাহে জর্জরিত রাজধানীতে মধ্যরাতের ঠিক আগে আগে নামলো স্বস্তির বৃষ্টি। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ‘উধাও’ হয়ে যাওয়া বৃষ্টি নগরে ফিরলো প্রায় দশদিন পর।
সোমবার (১৩ মে) বিকেল থেকে মেঘ মেঘ করলেও নগরে দেখা মিলছিল না বৃষ্টির। রাত দশটার দিকে শুরু হয় ঝড়ো হাওয়া। আর তার কিছুক্ষণ পরই নামে ঝড়ো বৃষ্টি। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘণ্টাব্যাপী চলে এই বৃষ্টিপাত।
বহুদিনের উতপ্ত নগর যেন শীতল হয়ে গেল প্রতীক্ষার এই ঝুম বৃষ্টিতে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, রংপুর, মধ্যাঞ্চলের ময়মনসিংহ, উত্তর পূর্বাঞ্চলে সিলেটে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে বৃষ্টিপাত হয়েছে ৫৪ মিলিমিটার।
এই বৃষ্টি আরও কয়েক দিন থাকতে পারে বলেও সুখবর জানানো হয়েছে আবহাওয়ার অধিদফতরের পূর্বাভাসে।
সারাবাংলা/এমও