Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮৪ কোটি টাকা পাচার, ফালুসহ ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা


১৪ মে ২০১৯ ০৫:২২

ঢাকা: ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২), (৩) ধারা অনুযায়ী মামলা করা হয়।

সোমবার (১৩ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর উত্তরা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

প্রণব কুমার ভট্টাচার্য আরও জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ১৮৪ কোটি টাকা পাচার করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তদন্ত শেষে ওই চার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- মোসাদ্দেক আলী ফালু, আরএকে সিরামিকস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকসের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ও আরএকে কনজ্যুমার প্রোডাক্টস ও স্টার সিরামিকসের সাবেক পরিচালক আমির হোসেন।

দুদক জানায়, আসামিরা ২০১০ সালে দুবাইতে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ত্রি স্টার লিমিটেড, ডেভেলপমেন্ট ইইউই নামে অফশোর কোম্পানি খোলেন। এর মাধ্যমে বাংলাদেশে ‘দুর্নীতির মাধ্যমে’ অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচার করা হয়। দুবাইয়ে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তারা বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের অনুমতি নেননি বলেও জানায় সংস্থাটি।

সারাবাংলা/এসজে/এমও

অর্থ পাচার দুদক দুবাই মোসাদ্দেক আলী ফালু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর