Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মওদুদের আবেদন আপিলে খারিজ, মামলা চলতে বাধা নেই


১৪ মে ২০১৯ ১২:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন আপিলেও খারিজ হয়েছে গেছে।

মঙ্গলবার (১৪ মে) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মওদুদের করা আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে মওদুদ আহমদের বিরুদ্ধে নিম্ন আদালতের মামলাটি চলমান থাকতে আর কোনো বাধা নেই।

আদালতে ব্যারিস্টার মওদুদের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ৮ এপ্রিল  বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ মওদুদের আবেদন খারিজ করে দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।

বিজ্ঞাপন

জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।

সারাবাংলা/এজেডকে/এসএমএন

আপিল বিভাগ ব্যারিস্টার মওদুদ আহমদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর