Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে জখম ব্যক্তির হাসপাতালে মৃত্যু


১৪ মে ২০১৯ ১৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো.জহির হোসেন জানান, নিহত ব্যক্তির নাম মো. রাজু (২২)। তিনি নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় আল আমিন গলির ভাড়াটিয়া বাসিন্দা চান মিয়ার ছেলে। রাজু নগরীতে রিকশা চালানোর পাশাপাশি আল আমিন গলিতে নৈশপ্রহরী হিসেবেও কাজ করতেন।

মঙ্গলবার (১৪ মে) ভোরে উদ্ধারের পর সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক শীলাব্রত বড়ুয়া সারাবাংলাকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে হাজীপাড়া এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে তৈয়ব নামে এক রিকশাচালক হাসপাতালে নিয়ে যান। রাজু’র পেটে ছরিকাঘাত ছিল। পরে ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়েছে।

শীলাব্রত আরও জানান, তৈয়ব তাদের জানিয়েছেন- হাজীপাড়া দিয়ে রিকশা নিয়ে যাবার সময় রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেছেন। তাকে তৈয়ব চেনেন না বলে দাবি করেছেন। এজন্য অজ্ঞাতপরিচয় রোগী হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ডবলমুরিং থানা পুলিশ হাসপাতালে গিয়ে রাজু’র পরিচয় ও ঠিকানা নিশ্চিত করে বলে জানান শীলাব্রত।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো.জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘রাজুকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। তবে কারা, কি কারণে খুন করেছে, সেটা এখনও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য রিকশাচালক তৈয়বসহ তিনজনকে আমরা আটক করেছি। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।’

নিহত রাজু’র লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছুরিকাঘাতে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর