Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চিকিৎসক-নার্সদের ঢাকায় বদলির তদবির গ্রাহ্য করা হবে না’


১৪ মে ২০১৯ ২০:২৮

ঢাকা: ‘ঢাকার বাইরে থাকা চিকিৎসক ও নার্সদের ঢাকায় পদায়নের জন্য নানভাবে তদবির করা হয়। এখন থেকে ঢাকার বাইরের চিকিৎসক-নার্সদের ঢাকায় আসার কোনো তদবির গ্রাহ্য করা হবে না, বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার বাইরের হাসপাতালগুলোর পরিচালকদের সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় পরিচালকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাহিদ মালেক আরও বলেন, ‘এসব তদবিরের কারণে ঢাকার বাইরে থাকা হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসক ও নার্সদের সংকট দেখা যাচ্ছে, যা মোটেও কাম্য নয়। ঢাকার মানুষদের যেমন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে, তেমনি ঢাকার বাইরের মানুষদেরও চিকিৎসা সেবা দরকার আছে। সব চিকিৎসক, নার্সরা ঢাকায় আসার জন্য তদবির করে সফল হলে ঢাকার বাইরে স্বাস্থ্যসেবা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।’

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা।

সারাবাংলা/জেএ/এমআই

চিকিৎসক জাহিদ মালেক ঢাকার বাইরের চিকিৎসক নার্স বদলি স্বস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর