Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার


১৫ মে ২০১৯ ০১:০৮

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকার শিশু হাসপাতালের একটি বাথরুমের ভেতর থেকে ৩ বা ৪ দিন বয়সী একটি নবজাতককে (কন্যা) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ মে) বিকেলের দিকে ঘটে এ ঘটনা। নবজাতকটিকে উদ্ধারের পর ওই হাসপাতালেই ভর্তি করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিশু হাসপাতালের একটি বাথরুমে নবজাতককে পড়ে থাকতে দেখে একজন দর্শনার্থী বিষয়টি হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে জানান। ওয়ার্ড মাস্টার নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করেন। পরে তিনি ঘটনার ব্যাপারে থানায় জিডি করেন।’

ওসি আরও বলেন, ‘চিকিৎসকরা নবজাতকের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং শিশুটি সুস্থ আছে।’ কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/এসএইচ/এমও

ঢাকা শিশু হাসপাতাল নবজাতক উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর