নবজাতকের পরিচয় শনাক্তে সিসিটিভি ফুটেজ দেখবে পুলিশ
১৫ মে ২০১৯ ০২:৩৭
ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকার শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এজন্য হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করা দেখা হবে। এছাড়া হাসপাতালের নার্স-কর্মচারীদের পাশাপাশি সেখানে থাকা রোগী-দর্শনার্থীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি। তিনি জানান, নবজাতকটির পরিচয় শনাক্ত করে অভিভাবকের হাতে তুলে দিতে সর্ব্বোচ চেষ্টা করবে পুলিশ।
ওসি জানে আলম বলেন, ‘নবজাতকটি এখন হাসপাতালে চিকিৎসাধীন। নিয়ম অনুযায়ী চিকিৎসা শেষে আমাদের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু আমাদের কাছে হস্তান্তর করার আগেই আমরা চেষ্টা করছি তার অভিভাবককে খুঁজে বের করতে। যদি অভিভাবককে পাই তাহলে তাদের হাতে নবজাতককে তুলে দেবো। এজন্য আমরা আগামীকাল হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবো।’
সিসিটিভির ফুটেজ দেখার পাশাপাশি হাসপাতালের নার্স-কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আজও তদন্ত করা হয়েছিল। কিন্তু দিনের শেষেদিকের ঘটনা হওয়ায় হাসপাতালের অনেক নার্স ও কর্মচারী চলে গিয়েছিলেন। তাই কাল সকালে পুনরায় তদন্ত করা হবে। হাসপাতালের ওই ওয়ার্ডের আশপাশের রোগী-দর্শনার্থীদের সঙ্গেও কথা বলা হবে।’
শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার
তিনি আরও বলেন, ‘শিশুটিকে আমাদের কাছে হস্তান্তর করার আগে যদি অভিভাবকদের খুঁজে না পাই, তাহলে আইন অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব। তবে যদি কাউকে পাওয়া যায়, তাহলে সাংবাদিক সম্মেলন করে আমরা পরবর্তীতে জানাবো।’
এর আগে, রাজধানীর শেরেবাংলা নগর এলাকার শিশু হাসপাতালের একটি বাথরুমের ভেতর থেকে ৩ বা ৪ দিন বয়সী একটি নবজাতককে (কন্যা) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ মে) বিকেলের দিকে ঘটে এ ঘটনা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সারাবাংলা/এসএইচ/এমও