বেকিকে অভিনন্দন জানিয়ে ব্রিটিশ হাইকমিশনারের টুইট
২৯ জানুয়ারি ২০১৮ ১৬:০১
সারাবাংলা ডেস্ক
ঢাকা : বাংলা চ্যানেল সাঁতরে পার হওয়ায় ব্রিটিশ সাংবাদিক ও সাঁতারু বেকি হোর্সব্রাগকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
টুইটার বার্তায় তিনি বলেন, বাংলাদেশে পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিকে সামনে আনতে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের জন্য তহবিল সংগ্রহ করতে টেকনাফ থেকে সেন্টমার্টিনস পর্যন্ত সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ায় বেকি হোর্সব্রাগকে অভিনন্দন।
রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ১৬.৫ কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দেন অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সাংবাদিক বেকি হোর্সব্রাগ। এর আড়ে সর্বোচ্চ ৯ কিলোমিটার সাঁতরানোর অভিজ্ঞতা ছিল বেকির। রোববার ১৬.৫ কিলোমিটার সাঁতরিয়ে তিনি নিজের ব্যক্তিগত রেকর্ড করেন।
বাংলা চ্যানেল পাড়ি দিতে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন বেকি। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৫৮ সালে ব্রজেন দাশ একজন বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। আর আমি প্রথম ব্রিটিশ নাগরিক হিসেবে বাংলা চ্যানেল অতিক্রম করতে এসেছি।
বাংলা চ্যানেলে রোববার সাঁতার শেষে বেকি বলেন, এটি আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি এর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি, গত কয়েকমাস ধরে যে কঠোর পরিশ্রম করছি তা কাজে লাগাতে পেরেছি।
সারাবাংলা/এমএ/একে