Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলের নেতৃত্বে বিএনপি অকার্যকর হয়ে গেছে: তথ্যমন্ত্রী


১৫ মে ২০১৯ ১৬:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি অকার্যকর হয়ে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘‘সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘বর্তমান সরকারের নেতৃত্বে দেশ অকার্যকর হয়ে গেছে’ তার এ অভিযোগ সঠিক নয়। বরং সংবাদ সম্মেলন করে তিনি বলতে পারতেন, তার নেতৃত্বের চরম ব্যর্থতার কথা।’

বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এর আগে বিএনপি সব সময় অভিযোগ করেছে, খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছে। এখন কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার সিদ্ধান্তে তাদের খুশি হওয়া উচিত। কারণ এখন খালেদা জিয়া যেখানে থাকবেন, সেখানে আরও অনেক বন্দি থাকেন।’

বিজ্ঞাপন

দীর্ঘ বৈঠকের বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শ্যাম বেনেগাল পরিচালিত পূর্ণ দৈর্ঘ চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ নির্মিত হচ্ছে। সেই বিষয়টি নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়েছে। এই ছবির কাজ শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধু ছবির বাংলাদেশের মালিকানা ৬০ এবং ভারতের ৪০ ভাগ। ভারত ইতিমধ্যেই অর্থ বরাদ্দ দিয়েছে।

এছাড়াও বাংলাদেশের চ্যানেলগুলো ভারতে যাতে প্রদর্শন হয়, সেসব বিষয় নিয়েও বৈঠকের আলোচনা আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমআই

খালেদা জিয়া বিএনপি ভারতীয় হাইকমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর