Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে তিন বছরের অন্তর্বর্তীকালীন সরকারে সেনা ও বিরোধীদের ঐকমত্য


১৫ মে ২০১৯ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামরিক অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রেসিডেন্ট অমর আল-বশিরকে সরিয়ে দেওয়ার পর সুদানের সেনাবাহিনী এখন দেশটি পরিচালনা করছে। তবে গণতান্ত্রিক সরকার দাবিতে সুদানে আন্দোলন জোরদার হওয়ায় সেনাবাহিনী ঘোষণা করেছে, আন্দোলনরত সেনা-বিরোধী জোটকে সঙ্গে নিয়ে তারা তিন বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবে। খবর বিবিসির।

যৌথ সংবাদ সম্মেলনে লেফটন্যান্ট জেনারেল ইয়াসির আল-আতা বলেন, ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধী জোট দ্য ডিক্লারেশন অব ফ্রিডম অ্যান্ড চেঞ্জ ফোর্সেস (ডিএফসিএফ)’র সঙ্গে চুক্তি হবে। ২৪ ঘণ্টার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর আগামী নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনার জন্য গঠিত হবে একটি সার্বভৌম কাউন্সিলের।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএফসিএফ’র সদস্য সাতেয়া আল-হাজি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি মিলে গেছে। আমরা শিগগিরই চুক্তিতে পৌঁছব।

আলোচনার সমন্বয়কারী সাদিক ইউসুফ বলেন, ১১ সদস্যের একটি সুপ্রিম কাউন্সিল গঠনের বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা কাউন্সিলে ১১ বেসামরিক প্রতিনিধি চাচ্ছি কিন্তু সেনারা আমাদের ৪ জন দিতে চাচ্ছে।

সারাবাংলা/ এনএইচ

রাজনৈতিক সংকট সুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর