রায় রমেশ চন্দ্র আর নেই
১৫ মে ২০১৯ ১৮:৩৫
ঢাকা: জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর উপদেষ্টা পরিষদ সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেড ইউনিয়ন নেতা রায় রমেশ চন্দ্র আর নেই।
বুধবার (১৫ মে) ভোরে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে গেছেন।
রায় রমেশ চন্দ্রের মরদেহ বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্ত্রী ও কন্যা দেশের বাইরে থেকে ফেরার পর রমেশ চন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
রায় রমেশ চন্দ্রের প্রয়াণে বিলস পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজ এবং মহাসচিব নজরুল ইসলাম খান।
শোক বার্তায় তারা বলেন, ‘রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে বাংলাদেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে।’
রায় রমেশ চন্দ্রের আত্মার শান্তি কামনা করে তারা বলেন, ‘শ্রমজীবী মানুষ কখনও তার অবদানের কথা ভুলবে না।’
সারাবাংলা/একে