Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক অসহায় মানুষ পেল ঈদ সামগ্রী


১৬ মে ২০১৯ ০২:৪৮

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক অসহায় ও বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় একটি ফাউন্ডেশন।

বুধবার (১৫ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ.এম জাকারিয়া ও কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ অন্যদেরকেও উৎসাহিত করবে। সব বিত্তবানরা যদি এই কাজে এগিয়ে আসেন তাহলে দারিদ্র্য কিছুটা হলেও কমবে।

পরে আলোচনা শেষে অসহায়দের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, ছোলা, দুধ, ট্যাং ও সেমাই।

সারাবাংলা/ইএইচটি

ঈদ সামগ্রী ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর