হিজবুত তাহরীরের ‘থিংক ট্যাংক’সহ আটক ২
১৬ মে ২০১৯ ১২:১৩
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর থানার সাটিয়াবাড়ি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিজবুত তাহরীর বাংলাদেশ’ এর দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (১৫ মে) সাটিয়াবাড়ির দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে ওই দুইজনকে আটক করা হয়। আটক দুইজন হলেন মো. হামিদ সিরাজী ও ওসামা ফজলে এলাহী।
পরে বৃহস্পতিবার (১৬ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে আটকের তথ্য জানায় র্যাব।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানিয়েছেন যে তারা হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য। এদের মধ্যে ওসামা সংগঠনের থিংক ট্যাংক। তিনি osama abdullah নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাজ্য ভিত্তিক দাওয়াতী সংগঠন IERA অনুসরণে Mission dawah Bangladesh নামে ফেসবুক পেজ চালাতেন। সেখানে আন্তর্জাতিক উগ্রবাদি মতাদর্শের সমর্থনে বিভিন্ন পোস্ট করতেন তিনি।
আটক মো. হামিদ সিরাজীর বাড়ি সিরাজগঞ্জ সদরে ও ওসামা ফজলে এলাহীর বাড়ি রাজধানীতে।
ঘটনাস্থল থেকে উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করার মতো ২৩টি বই, একটি নোটবুক,একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের উত্তরার র্যাব-১ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সারাবাংলা/এসএমএন