Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মমেক ছাত্রীকে শ্লীলতাহানি, ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ


১৬ মে ২০১৯ ১৪:৫৩ | আপডেট: ১৬ মে ২০১৯ ১৫:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: বহিরাগতের হাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) এম-৫৫ ব্যাচের এক ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে এবং কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এ ঘটনার জেরে উত্তেজিত শিক্ষার্থীরা হোস্টেল গেটের দায়িত্বরত রাজা নামে এক কর্মচারীকে মারধর করেছেন। রাজাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার ইফতার কেনার জন্য এম-৫৫ ব্যাচের এক শিক্ষার্থী হোস্টেল থেকে বের হলে তাকে বহিরাগত এক যুবক শ্লীলতাহানী করে। বিষয়টি অধ্যক্ষকে জানানো হলে তিনি কোন পদক্ষেপ না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার কথা বলেন। হোস্টেলে নিরাপত্তার অভাবে প্রায় সময়েই এমন ঘটনা ঘটছে ক্যাম্পাসে। সঠিক বিচার না হওয়ায় অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাদের দাবি দাওয়া পূরণের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এমএইচ

বিক্ষোভ আন্দোলন ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ