Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনবিভাগের জমি আত্মসাতের চেষ্টা ফালুর, চাজর্শিট অনুমোদন


১৬ মে ২০১৯ ১৬:৫২

ঢাকা: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বনবিভাগের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বনবিভাগের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে ২০১৭ সালের ২৯ অক্টোবর ভালুকা মডেল থানা মামলা করে দুদক। মামলা নম্বর ৪৭। মামলাটি তদন্ত করেন কমিশনের ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক।

এই মামলার অন্য আসামিরা হলেন, ময়মনসিংহের ভালুকার সাবেক সাব-রেজিস্ট্রার মো. ফজলার রহমান; ভালুকার মোছা. জুবেদা খাতুন, মোছা. মাজেদা বেগম, মো. খোকা মিয়া, মো. রুহুল আমিন ও ভালুকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আকরাম হোসেন (জুয়েল)। ফজলার রহমানকে জেলা রেজিস্ট্রার হিসেবে বাগেরহাটে দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি বরখাস্ত।

দুদক সূত্রে জানা যায়, আসামিরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। তারা ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন পাঁলগাও মৌজার ১২৮৯ দাগে (এস.এ খতিয়ান) বনবিভাগের গেজেটভুক্ত সরকারি ১২৭ শতাংশ সম্পত্তি রেজিস্ট্রি করে আত্মসাতের অপচেষ্টা করেন।

সারাবাংলা/এসজে/এটি

চার্জশিট জমি আত্মসাতের চেষ্টা দুদক বনবিভাগ মোসাদ্দেক আলী ফালু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর