Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপনে সম্প্রীতি বাংলাদেশের সংশ্লিষ্টতা নেই’


১৬ মে ২০১৯ ১৮:২৫

ঢাকা: সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপনটির সঙ্গে ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপন নিয়ে সম্প্রীতি বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে দেশের সরলপ্রাণ মানুষদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা আমাদের নজরে এসেছে। পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপনটির সঙ্গে কোনো পর্যায়েই আমাদের প্রিয় সংগঠন সম্প্রীতি বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা নেই।’

বিবৃতিতে আরও বলা হয়— ‘সম্প্রীতি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সামাজিক সংগঠন। প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।’

সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের লক্ষ্য সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা উল্লেখ করে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সম্প্রীতি বাংলাদেশ আত্মপ্রকাশের পর থেকে এই পর্যন্ত সমাজের মানবিক বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার কার্যক্রম পরিচালনা করে চলেছে। আমরা সেই বাংলাদেশ চাই, যে বাংলাদেশে থাকবে আন্তঃসম্পর্ক, থাকবে না কোনো প্রকার বৈষম্য, থাকবে না কোনো নির্যাতন-নিপীড়ন। অত্যাচারীর খড়গকৃপাণ যে বাংলাদেশকে রক্তাক্ত ও কলুষিত করবে না।’

বিবৃতিতে উল্লেখ করা হয়—প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ, সব মহলের সক্রিয় সহযোগিতায় সব ধরনের উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ঘৃণ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় সক্রিয় থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য,  গত ১২ মে রোববার দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সন্দেহভাজন ‘জঙ্গি সদস্য’ শনাক্তকরণের ২৩টি উপায় জানিয়ে বিজ্ঞাপন প্রকাশিত হয়। ওই বিজ্ঞাপনের বেশ কয়েকটি শনাক্তকরণ উপায় সম্পর্কে সমালোচনা ওঠে।

সারাবাংলা/ওএম/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর