অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক আর নেই
১৬ মে ২০১৯ ১৯:০৩
আধুনিক অস্ট্রেলিয়ার অন্যতম রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী বব হক মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রী এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছেন। বব হকের বয়স হয়েছিল ৮৯ বছর। খবর বিবিসির।
লেবার পার্টির নেতা বব হক ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ১৮ বছরে লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন। পরবর্তীতে ট্রেড ইউনিয়নের আন্দোলনে যোগ দেন। অস্ট্রেলিয়ার ট্রেড ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট হন ১৯৬৯ সালে।
বব হক পার্লামেন্টে যোগ দেন ১৯৮০ সালে। এরপর লেবার পার্টির নেতা নির্বাচিত হন ১৯৮৩ সালে। একই বছর বিপুল ব্যবধানে অস্ট্রেলিয়ার ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তার আট বছরের ক্ষমতায় বব হক অস্ট্রেলীয়দের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করেছেন। চমৎকার ব্যক্তিত্ব ও সদা-হাস্যমুখ প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরিচিত ছিলেন।
সারাবাংলা/ এনএইচ