Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ড সুবিধার অপব্যবহারে ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা


১৬ মে ২০১৯ ১৯:৫৩

ঢাকা: বন্ড সুবিধার অপব্যবহার করায় ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে- চেক পয়েন্ট সিস্টেমস ও মেগা ইয়ার্ন ডাইং।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন।

তিনি জানান, বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য অবৈধভাবে অপসারণ করে চোরাই পথে খোলাবাজারে বিক্রয়ের অভিযোগে নারায়ণগঞ্জের মেসার্স চেক পয়েন্ট সিস্টেমস লিমিটেডের বিরুদ্ধে মামলাসহ দাবিমানা জারি করা হয়েছে। গত ২ মার্চ দফতরের উপ কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়ার নেতৃত্বে একটি প্রিভেন্টিভ দল প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শনে করেন।

কাস্টমস কর্মকর্তারা প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের উপস্থিতিতে বন্ডেড ওয়্যারহাউজে মজুদ কাঁচামালের মজুদ যাচাই করেন। এসময় কাঁচামাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মেসার্স মেগা ইয়ার্ন ডায়িং লিমিটেডের বিরুদ্ধেও শুল্ক-কর ফাঁকির অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এসজে/এমও

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট বন্ড মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর