Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ল্যুভর পিরামিডের স্থপতি আই এম পেই আর নেই


১৭ মে ২০১৯ ১৪:২৮

ল্যুভর পিরামিডের সামনে আই এম পেই

স্থাপত্যবিদ্যায় ‘আইকন’ হিসেবে পরিচিতি আই এম পেই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। শুক্রবার (১৭ মে) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা বলা হয়েছে।

আই এম পেই ১৯১৭ সালে হংকং এ জন্মগ্রহণ করেন এবং ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান। তিনি এমআইটি ও হার্ভার্ড থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

২য় বিশ্বযুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

কাতারের ইসলামিক মিউজিয়াম

বোস্টনের জন এফ কেনেডি মিউজিয়াম

ডালাস সিটি হল

আই এম পেই’র কাজে নিপুণ জ্যামিতিক গঠন ও প্রাকৃতিক আলো প্রাধান্য পেয়েছে। নিবেদিত প্রাণ এই স্থপতি ৮০ বছর বয়সেও তিনি স্থাপত্যের কাজ করেছেন।

আমেরিকা, ইউরোপ ও এশিয়াজুড়ে আই এম পেই’র কাজের বিস্তৃতি। প্যারিসের ল্যুভর জাদুঘরের বাইরে প্রখ্যাত গ্লাস পিরামিড, কাতারের ইসলামিক মিউজিয়াম, চীনের সুহজো মিউজিয়াম, বোস্টনের জন এফ কেনেডি মিউজিয়াম, ডালাস সিটি হল, হংকং-এর ব্যাংক অব চায়না টাওয়ার তার উল্লেখযোগ্য অবদান।

হংকং-এর ব্যাংক অব চায়না

স্থাপত্য কাজকে শিল্প হিসেবেই ভাবতেন আই এম পেই। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি বিশ্বাস করি স্থাপত্য হলো বাস্তবিক ও ব্যবহারযোগ্য শিল্প। শিল্পের অবশ্যই প্রয়োজনের তাগিদ থাকতে হবে।

সারাবাংলা/এনএইচ

আই এম পেই ল্যুভর পিরামিড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর