Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিজেদের চাওয়া-পাওয়ার জন্য নয়, কাজ করেছি মানুষের জন্য’


১৭ মে ২০১৯ ১৮:০০

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের মর্যাদা ক্ষুন্ন হয়, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজ আমি বা আমার পরিবারের সদস্য কখনো করিনি। নিজেদের চাওয়া-পাওয়ার জন্য কাজ করিনি, কাজ করেছি দেশের মানুষের জন্য।’ শুক্রবার (১৭ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ নেতারা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘যারা বারবার চেয়েছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে তারা সফল হয়নি। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের মতই ধীরে ধীরে গড়ে উঠেছে। আজ সারা বাংলাদেশে আওয়ামী লীগ এক নম্বর পলিটিক্যাল পার্টি। এবারের নির্বাচনে, নারী-পুরুষ থেকে শুরু করে যারা প্রথমবারের ভোটার, তারা সবাই আওয়ামী লীগকে ভোট দিয়েছে। ক্ষমতায় থাকলে সাধারণত মানুষের জনপ্রিয়তা হ্রাস পায়। কিন্তু আমরা ক্ষমতায় এসে মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই ভোট পেয়েছি।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কারণটা হলো আমরা ক্ষমতায় থেকে মানুষের জন্য কাজ করেছি। মানুষের জন্য উন্নয়ন করেছি, মানুষের ভাগ্য গড়ার কাজগুলো করেছি। সেটা মানুষ উপলব্ধি করতে পেরেছে। এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো রাজনৈতিক নেতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতায় থেকেও যে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি এটাও কিন্তু বিশাল অর্জন।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘নেতা-কর্মীদের কাছে এইটুকু চাইবো– এই আস্থা বিশ্বাস যেন আমরা ধরে রাখতে পারি। ব্যক্তিগত জীবনে কি পেলাম, না পেলাম সে চিন্তা করি। দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু দিতে পারলাম সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।’

বিজ্ঞাপন

‘এত বড় দায়িত্ব নিতে হবে ভাবিনি, চাইওনি’

১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির হিসেবে দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা বলেন, ‘একটা দলের সভানেত্রী হিসেবে ৩৮ বছর এটা বোধ হয় একটু বেশি হয়ে যাচ্ছে।’ সঙ্গে সঙ্গেই উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে ‘না, না’ বলে ওঠেন।

দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা ও প্রত্যয়ের কথা উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সব সময় সর্তক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আবার যেন স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী এদের হাতে আর ক্ষমতা না যায়। কেউ যেন দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতারা দলীয় সভাপতি শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলেল শুভেচ্ছা জানান। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর