Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা ফিরে আসায় দেশে আলো এসেছিল’


১৭ মে ২০১৯ ১৯:৩০

ঢাকা: ১৯৮১ সালে প্রতিকূল পরিবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। তিনি আসায় অন্ধকারে নিমজ্জিত রাজনীতিতে আশার আলো ফিরে এসেছিল। দেশ পেয়েছিল রাজনৈতিক সংকট থেকে মুক্তি।’ শুক্রবার (১৭ মে) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‘শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘সেদিন শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব প্রমাণ করে দিয়েছে তাকে সভাপতি নির্বাচিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগ সেসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল।’

শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তির অগ্রদূত উল্লেখ্য করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার কন্যা দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন।’

দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘শুধু পিতৃহত্যার বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয় শেখ হাসিনা দেশে ফিরে এসে বাংলাদেশে নতুন একটা কথা যোগ করেন। সেটা হল মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা। শুধু তাই নয় বাংলাদেশকে উন্নয়নের উৎকর্ষের দিকে নিয়ে গেছেন।’

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘পাকিস্তানের এজেন্ট পাকিস্তানের সহযোগী শক্তি বিএনপি-জামায়াত আবারও গণতন্ত্রের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অশুভ তৎপরতা চালিয়ে উন্নয়ন ও অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছেন। এই অশুভ তৎপরতাকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।’

‘নিজেদের চাওয়া-পাওয়ার জন্য নয়, কাজ করেছি মানুষের জন্য’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার তিনটি মাত্রা আছে। প্রথম মাত্রা তার নেতৃত্ব। দ্বিতীয় মাত্রা তিনি না ফিরলে আওয়ামী লীগের সংকট দূর হতো না। তৃতীয় মাত্রা হলো বঙ্গবন্ধুকে হত্যার পর যে বাংলাদেশ হারিয়ে গিয়েছিল, সেই বাংলাদেশকে তিনি ফিরিয়ে এনেছিলেন।’

মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাপা, সদস্য মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এমও

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর