Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর


১৮ মে ২০১৯ ০১:০৭ | আপডেট: ১৮ মে ২০১৯ ০১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রিদেশীয় সিরিজ জয় করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি শুক্রবার রাতে তার অভিনন্দন বার্তায় বলেন, ‘এই জয় বাংলাদেশের ক্রিকেট দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে এবং আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভালো ফলাফল অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।’

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিরিজ জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার রাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের হারিয়ে প্রথম শিরোপা জেতে বাংলাদেশ। এদিন ক্যারিবীয়ানদের ৫ উইকেটে হারিয়ে দেন লাল-সবুজের জার্সিধারীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

টাইগার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শিরোপ জয়