‘ভুল বোঝাবুঝিতে’ মার্কিন বিমান হামলায় ১৮ আফগান পুলিশের মৃত্যু
১৮ মে ২০১৯ ১৩:৪৫
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ আফগান পুলিশের মৃত্যু হয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনী এই ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি ও অনিচ্ছাকৃত’ জানিয়ে দুঃখ প্রকাশ করেছে। খবর ওয়াশিংটন পোস্টের।
শুক্রবার (১৭ মে) আফগান কর্তৃপক্ষ জানায়, হেলমন্দ প্রদেশে তালেবানের সঙ্গে সংঘর্ষের সময় এই হতাহতের ঘটনা ঘটে। তবে তালেবানের কত জন সদস্য এই যুদ্ধে মারা গেছে তা জানানো হয়নি।
মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, তালেবানের সঙ্গে যুদ্ধের সময় আফগান নিরাপত্তা বাহিনী তাদের কাছে আকাশপথে সাহায্য চায়। আফগান সমন্বয়কারীরা মার্কিন সেনাদের জানিয়েছিল, মিত্র আফগান নিরাপত্তারক্ষীরা ওই এলাকা থেকে সরে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা সরে যেতে পারেনি। তাই এই দুঃখজনক ঘটনা ঘটে।
এই হতাহতের ঘটনা আফগান জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে হামলার ঘটনার তদন্ত দাবি করেছেন। আফগান ও মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ভুল আর যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকবে তারা।
সারাবাংলা/ এনএইচ
আফগানিস্তান নিরাপত্তারক্ষীর মৃত্যু পুলিশের মৃত্যু মার্কিন হামলা