চীনের হয়ে গুপ্তচরবৃত্তি: সিআইএ কর্মকর্তার ২০ বছর জেল
১৮ মে ২০১৯ ১৪:৪৪
গোপন সামরিক তথ্য ফাঁসের দায়ে সাবেক সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) কর্মকর্তা কেভিন ম্যালোরিকে (৬২) ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন বিচার বিভাগ। তিনি চীনের এজেন্ট হয়ে কাজ করেছেন।
শনিবার (১৮ মে) সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, কেভিন ম্যালোরি প্রায় ২৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে চীনের কাছে গোপন তথ্য বিক্রি করেছেন। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির বেশ কিছু অভিযোগের প্রমাণ মিলেছে।
কেভিন মান্দারিন ভাষা জানতেন। স্পর্শকাতর তথ্যগুলোতেও তার অবাধ প্রবেশাধিকার ছিল।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, কেভিন ম্যালোরি বেশ কিছু প্রশাসনিক কাগজপত্র একটি পোস্ট অফিসে গিয়ে তার মেমরিতে স্ক্যান করে নিচ্ছেন। চীনের সাংহাইতে সে চীনা এজেন্টদের সঙ্গেও বৈঠক করেছেন বলেও তদন্তে উঠে আসে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল যাচরি ট্রিউইগার বলেন, জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন কেভিন।
সারাবাংলা/ এনএইচ