Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ


১৮ মে ২০১৯ ১৭:০০

বরগুনা: বরগুনায় দুটি মাথা ও দুটি চামড়াসহ প্রায় ৫ মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় হরিণ ধরার ফাঁদসহ একটি ছোট ট্রলার আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। ধারণা করা হচ্ছে অন্তত ৮টি হরিণ জবাই করা হয়েছে।

শনিবার (১৮ মে) ভোরে বনবিভাগের চরলাঠিমারা বিটের কর্মকর্তা মো. বদিউজ্জামান খান সোহাগের নেতৃত্বে এ  অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: ভোলায় ১১০ কেজি হরিণের মাংসসহ হোটেল কর্মচারী আটক

বিট কর্মকর্তা মো. বদিউজ্জামান খান সোহাগ জানান, রাত সাড়ে ৩টার দিকে বঙ্গোপসাগর তীরবর্তী চরলাঠিমারা বনফুল আবাসনসংলগ্ন একটি ছোট খালে হরিণের মাংস নিয়ে অবস্থান করছিলেন পাচারকারীরা। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ট্রলারের কাছে যান। তাদের দেখে ট্রলারের লোকজন পালিয়ে যান। পরে বনবিভাগের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মাংস ও ট্রলার জব্দ করে। তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানা পুলিশকে জানালে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে হাজির হন। তাদের উপস্থিতিতে দুটি চামড়া, দুটি মাথা থাকলেও প্রায় পাঁচ মণ হরিণের মাংসসহ ৩০টি রান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অন্তত ৮টি জীবিত হরিণ জবাই করা হয়েছিল।

হরিণ

দুই বস্তা হরিণ ধরা ফাঁদসহ ট্রলারটি বন বিভাগের জিম্মায় রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নিদের্শনা পেলে মাংসগুলো মাটি চাপা দেওয়া হবে বলে জানান ওই বিট কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

কোস্ট গার্ড হরিণ ধরার ফাঁদ হরিণের মাংস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর