Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসায়নিক দিয়ে ফল পাকানোর অভিযোগে গ্রেফতার ২


১৮ মে ২০১৯ ২৩:১৯

চট্টগ্রাম ব্যুরো: ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে মৌসুমি ফল পাকানোর প্রমাণ পেয়ে ‍দু’জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় ‘মান্নান ফল বিতান’ নামে একটি দোকানে শনিবার (১৮ মে) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে স্থানীয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে এদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালে।

রুহুল আমিন সারাবাংলাকে জানান, হাটহাজারী পৌরসভার কবুতর হাটা বাজারে মান্নান ফল বিতানে অভিযানের সময় রিপেন-ফিফটিন নামে রাসায়নিক ও স্প্রে পাওয়া যায়। দোকানটিতে কলা-তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল বিক্রি হচ্ছিল। জিজ্ঞাসাবাদে দু’জন কর্মচারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে ফল পাকানোর কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় দুই মণ পাকানো ফল ধ্বংস করা হয়েছে।

দোকান থেকে আব্দুস শুক্কুর ও মো. আরমান নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রুহুল আমিন।

সারাবাংলা/আরডি/এটি

মৌসুমি ফল রাসায়নিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর