অনশনে ছাত্রলীগ নেতাকর্মীরা, সমাধান চান প্রধানমন্ত্রীর কাছে
১৯ মে ২০১৯ ১৩:২৩
ঢাকা: কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরে বিভক্ত একটি পক্ষ আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে। রোববার (১৯ মে) দুপুরে ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপসম্পাদক আল মামুন সারাবাংলাকে বলেন, ‘নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।’
এর আগে শনিবার (১৮ মে) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় তারা হামলার শিকার হন।
আরও পড়ুন: টিএসসিতে ছাত্রলীগের পদবঞ্চিতদের ওপর হামলা
নেতাকর্মীদের দাবি, কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জেরে ছাত্রলীগের অন্য গ্রুপ তাদের ওপর হামলা চালিয়েছে। সূত্র জানায়, আহতদের অধিকাংশই পদবঞ্চিত নেতা। এছাড়া কয়েকজন নারী নেত্রীও হামলায় আহত হয়েছেন।
এর আগে কমিটি নিয়ে সমস্যা সমাধানের জন্য দুই পক্ষ টিএসসিতে আলোচনায় বসে। সেখানে হামলার ঘটনা ঘটলে আলোচনা সভা থেকে বেরিয়ে এসে টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের এক পক্ষ। যাদের মধ্যে অধিকাংশই পদবঞ্চিত নেতা। সেখানে অবস্থান নিয়ে তারা অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।
আল মামুন আরও বলেন, ‘গতকাল আমাদের ডাকা হয়েছিল আলোচনার জন্য। সেখানে হামলা করা হয়েছে। এর আগেও মধুর ক্যান্টিনে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি। অন্য কেউ আমাদের সমস্যার সমাধান করতে পারবে না। আওয়ামী লীগের অনেক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’
অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ আরাফাত, আইন অনুষদের সভাপতি তরিকুল হাসান শুভ, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমদাদ হোসেন সোহাগসহ অনেকে।
সারাবাংলা/কেকে/এটি
ছাত্রলীগ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়