Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু, আহত ৩


১৯ মে ২০১৯ ১৫:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই পরিবারের আরও দুই সদস্যসহ তিনজন। রোববার (১৯ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মারা গেছেন মাস্টারপাড়া এলাকার আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বিবি (৫০) ও ছেলে মো. মমিন (২০)। আহত হয়েছেন তার আরেক ছেলে আরাফাত হোসেন এবং মেয়ে আলিয়া বেগম (৩০)। অন্যদিকে বজ্রপাতে আহত হয়েছেন বেলতলী ইউনিয়নের খেদাছড়ার রাজিয়া খাতুন (৫৫)।

আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, ভোরে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় আব্দুল খালেকের বাড়িতে বজ্রপাতের বিষয়টি জানতে পেয়ে চারজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এটি

বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর