Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে উদ্বোধনের আগেই হেলে পড়েছে সেতু


৩০ জানুয়ারি ২০১৮ ০৮:২৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিউদ্দিন সুমন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

টাঙ্গাইল: টাঙ্গাইলে উদ্বোধনের আগেই হেলে পড়েছে ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতু। এলাকাবাসীর অভিযোগ নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এজন্য নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকল্প কর্মকর্তাকে দায়ি করছেন তারা।

স্থানীয় সূত্র জানায়, ২০১৬-২০১৭ অর্থ বছরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি-ফুলবাড়িয়া রাস্তার নিকরাইল টেরাখালী সেতুর কাজ পায় মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় তিন মাস আগে ৬০ ফুট দীর্ঘ সেতুটির কাজ শেষ হয়।

স্থানীয় বাবুল মিয়ার অভিযোগ, নির্মাণের সময়েই রড, সিমেন্ট ও বালুসহ খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এসময় প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কাছে কয়েকদফা অভিযোগ দিলেও তা আমলে নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এদিকে সেতুটি হেলে ধ্বসে পড়ার আশঙ্কায় ওই সড়ক দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তাদেরকে এখন প্রায় ১৫ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে চলাচল করতে হয়।

বাসাইল উপজেলা প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বর্ষা মৌসুমে পানির স্রোতের কারণে সেতুটি হেলে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/টিএম/জেডএফ/এমএস

 

টাঙ্গাইল সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর