আমিন জুয়েলার্সসহ ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
১৯ মে ২০১৯ ২০:৫৬
ঢাকা: রাস্তা ও ফুটপাত বেদখল করে নির্মাণ সামগ্রী রাখায় রাজধানীর গুলশানে হোটেল হিলটনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমান আদালত। এসময় ফুটপাতে জেনারেটর এবং অন্যান্য সামগ্রী রাখায় আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১৯ মে) বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএনসিসির উচ্ছেদ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া। এ সময় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদ মিয়া সারাবাংলাকে বলেন, জনসাধারণের চলাচলের পথ বেদখল করে রাখায় নির্মাণাধীন হোটেল হিলটনকে এক লাখ এবং আমিন জুয়েলার্সকে ৫০ হাজারসহ দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ফুটপাত বেদখল করে দোকান পাট গড়ে তোলায় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ডিএনসিসির এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/এসএমএন