Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


২০ মে ২০১৯ ০৬:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ৪৪৫ পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৯ মে) সন্ধ্যায় শহরের বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, রিয়াজ একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলো।

সন্ধ্যায় গোপন সংবাদে জানা যায় বিনোদপুর এলাকায় রায়হান মটরস এন্ড ওয়ার্কসপ নামক দোকানের সামনে রিয়াজ ইয়াবাসহ অবস্থান করছে। পরে সেখান থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রিয়াজের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/টিএস

মাদক ব্যাবসায়ী রাজবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর