Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে চলছে ৩ দিনব্যাপী লালন সঙ্গীত উৎসব


৩০ জানুয়ারি ২০১৮ ১০:৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ দিনব্যাপী আদিধারার লালন সঙ্গীত উৎসবের আজ ২য় দিন। গতকাল (সোমবার) রাত ৮টা থেকে শুরু হয়েছে। যা চলবে আগামীকাল বুধবার রাত পর্যন্ত।

এই লালন সঙ্গীত উৎসবের আয়োজন করেছে উপজেলার ইছাপুরার এম. জে. হলিডে রিসোর্ট।  উৎসবের আয়োজক এম.জে. রিসোর্টের স্বত্বাধিকারী মোমেন রানা বলেন, ৩ দিনব্যাপী অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। অনুষ্ঠান উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হচ্ছে। আগামীকাল গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলেও জানান তিনি।

দেশের বিভিন্ন জেলার সাধুশিল্পীরা এতে অংশ নিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন ফকির আবুল হোসেন শাহ (চুয়াডাঙ্গা), জেসমিন আরা পারুল (ঝিনাইদাহ), ফকির নিজাম উদ্দিন লালনী শাহ (মাগুরা), ঝরনা সরকার (ঝিনাইদাহ), ফকির আব্দুল মান্নান শাহ (কুষ্টিয়া), ফকির হারুন অর রশীদ শাহ (মেহেরপুর), ফকির আহসান আলী শাহ (ঝিনাইদাহ), ফকির আলীয়ার শাহ (চুয়াডাঙ্গা), ফকির আরজু শাহ (ঝিনাইদাহ), শরিফ সাধু (পাবনা), হীরক রাজা (নড়াইল) প্রমুখ।

সারাবাংলা/টিএম

উৎসব মুন্সীগঞ্জ লালন সঙ্গীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর