Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন ইউক্রেনের ‘কমেডিয়ান প্রেসিডেন্ট’


২০ মে ২০১৯ ১৪:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্লাদিমির জেলেনস্কি কদিন আগেও ছিলেন ইউক্রেনের জনপ্রিয় কমেডিয়ান বা কৌতুক অভিনেতা। অভিনয় করেছেন দেশটির প্রেসিডেন্ট চরিত্রেও। তবে রুপালী পর্দায় আর নয়, রাজনীতিতে অনভিজ্ঞ জেলেনস্কি রূপকথার গল্পের মতোই ভোটে নির্বাচিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে। সোমবার (২০ মে) রাজধানী কিয়েভে অনুষ্ঠিত হলো জেলেনস্কির শপথ অনুষ্ঠান।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জেলেনস্কি জানিয়েছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। এছাড়া, রাশিয়াপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনবেন। অভিষেকের দিন জেলেনস্কিকে প্রতীকী সোনালী রঙের ‘ক্ষমতাদণ্ড’ দেওয়া হয়েছে। অভিবাদনের জবাবে তিনি তা তুলে ধরে সম্মান জানিয়েছেন।

বিজ্ঞাপন

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, জেলেনস্কির অভিষেক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। এর আগে দেওয়া এক বক্তব্যে জেলেনেস্কি রাশিয়ায় বন্দী সব ইউক্রেনীয়র মুক্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। জেলেনস্কি পরিচিত লাভ করেন ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ নামে হাস্যরসাত্মক এক টিভি অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর