Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাজিক কারাগারে আইএস সৃষ্ট দাঙ্গায় ৩২ প্রাণহানি


২০ মে ২০১৯ ১৫:৫৭

তাজিকিস্তানের এক উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগারে জঙ্গি গোষ্ঠী আইএস’র বন্দি সদস্যদের সৃষ্ট দাঙ্গায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই জঙ্গি সদস্য। রোববার (১৯ মে) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। খবর বিবিসির।

রোববার দিনের শেষভাগে ভাখদাত শহরের কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। হামলায় তিন কারারক্ষী ও পাঁচ বন্দিকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। ওই কারাগারের বেশিরভাগ বন্দিই ধর্মীয় চরমপন্থিতার অপরাধে সাজাপ্রাপ্ত। গত ছয় মাসের মধ্যে তাজিকিস্তানে কারাগারে হওয়া দ্বিতীয় দাঙ্গার ঘটনা এটি।

তাজিকিস্তানের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রোববার ছুরি ও অন্যান্য ধারালো হাতিয়ার নিয়ে প্রায় ৩০ বন্দি মিলে তিন কারারক্ষীকে জিম্মি নেয়। সেখান থেকেই দাঙ্গার সূত্রপাত। দাঙ্গার উস্কানিদাতাদের মধ্যে একজন হচ্ছেন বেখরুজ গুলমুরদ। তিনি তাজিক স্পেশাল ফোর্সের সাবেক সদস্য গুলমুরদ খালিমভের সন্তান। খালিমভ ২০১৫ সালে স্পেশাল ফোর্স ছেড়ে আইএস’র সঙ্গে যোগ দেন। পরবর্তীতে জানা যায়, তিনি সিরিয়ায় মারা গেছেন।

বিচার মন্ত্রণালয় জানিয়েছে, দাঙ্গা শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের থামাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যায় ২৪ জঙ্গি। বেশ দ্রুতই ১ হাজার ৫০০ বন্দির কারাগারটির পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় নিরাপত্তাবাহিনী।

উল্লেখ্য, তাজিকিস্তানের কারাগারে আইএস সৃষ্ট দাঙ্গার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত নভেম্বরেও অপর এক তাজিক কারাগারে এমন দাঙ্গার সৃষ্টি করেছিল তারা। এর আগে জুলাই মাসে দেশটিতে ভ্রমণরত পশ্চিমা পর্যটকদের ওপরও হামলা চালায় জঙ্গিরা।

সারাবাংলা/আরএ

আইএস কারাগার তাজিক তাজিকিস্তান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর